Subiresh Bhattacharya : এবার রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতির পদও খোয়ালেন সুবীরেশ !


সুবীরেশ ভট্টাচার্য



নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পাঁচ মাস পর রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতির পদও খোয়ালেন সুবীরেশ। সূত্রের খবর ওই পদে বসতে পারেন পূর্ণচন্দ মাইতি। এজেসি বোস কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি। এর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য পদ থেকেও সরিয়ে দেওয়া হয় সুবীরেশকে।




নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন সুবীরেশ। গত ১৯ সেপ্টেম্বর CBI-এর হাতে গ্রেফতার হন সুবীরেশ ভট্টাচার্য। গ্রেফতারির পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং হিলস ইউনিভার্সিটির উপাচার্যর পদ থেকে সুবীরেশ ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়। একদা শ্যামাপ্রসাদ কলেজ থেকে লিয়েন নেওয়া অধ্যক্ষ সুবীরেশ।




২০১৭ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতি পদে ছিলেন সুবীরেশ। দু'বছর অন্তর কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলে, কীভাবে দীর্ঘ ছ'বছর ধরে সুবীরেশ এই পদে ছিলেন। এবার রবিবার সেই পদ থেকে সড়ানো হল সুবীরেশকে।