Lionel Messi: ৭০০ গোলের ক্লাবে! রোনাল্ডোকে ছাপিয়ে যাওয়ার পথে মেসি
রবিবার পিএসজি (Paris Saint-Germain) বনাম মার্সেই (Marseille) ম্যাচের রাতটা স্মরণীয় হয়ে থাকবে মেসির জীবনে। চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠ অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পেয়েছে পিএসজি। শুধু তাই নয় এদিন ৭০০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। অন্য গোলটি করেছেন মেসি।
এই নজির গড়ে চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে ধরে ফেললেন মেসি। মোট ৭০০টি গোলের মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল রয়েছে মেসির। বাকি ২৮টি গোল এসেছে পিএসজির জার্সি গায়ে চাপিয়ে। আর্জেন্টিনার (Argentina) হয়ে মেসির রয়েছে আরও ৯৮ গোল। সব মিলিয়ে ফিফা (FIFA) স্বীকৃত ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৭৯৮।
ক্লাব কেরিয়ারে ৭০৯টি গোল রয়েছে রোনাল্ডোর। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুযায়ী, ৭০০ ক্লাব গোল পেতে রোনাল্ডোর লেগেছিল ৯৪৩ ম্যাচ। অন্যদিকে এই কীর্তি ছুঁয়ে ফেলতে মেসি ৮৪০টি ম্যাচ খেললেন। ১০৩ ম্যাচ খেলেই রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন তিনি।
ইউরোপীয ক্লাব ফুটবলে সর্বাধিক গোলের মালিক রোনাল্ডো। তাঁর গোল সংখ্যা ৭০১। পিএসজি-র হয়ে আর ২টি গোল করতে পারলেই সেই রেকর্ড টপকে যাবে মেসি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊