অভিযোগের ভিত্তিতে খবর সংগ্রহ করতে গিয়ে বিপাকে সংবাদ মাধ্যম

Reporter Attack



ধূপগুড়ি, জয়ন্ত বর্মণ


দীর্ঘদিন থেকেই সাঁকোয়াঝড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের স্টাফদের দেরিতে আসা নিয়ে অভিযোগ উঠছিল। আজ বেলা বারোটা পেরিয়ে গেলেও গ্রাম পঞ্চায়েত স্টাফদের কার্যালয়ে না পেয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী।




এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে প্রধানের কাছে সংবাদ কর্মীরা সেখানে পৌঁছালে তাদের হেনস্তা ও আটক করা হয় বলে অভিযোগ। এরপরেই ঘটনাস্থলে আরো কিছু সংবাদ মাধ্যমের কর্মী সেখানে উপস্থিত হলে, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে প্রধানের স্বামী খবর করতে বাধা দেওয়ার চেষ্টা করে, এমনকি সংবাদ কর্মীদের হেনস্থা করে। এরপরে গোটা বিষয় নিয়ে প্রধানের কাছে গেলে প্রধান উত্তেজিত হয়ে সংবাদ মাধ্যমকে দলীয় দালাল বলে ব্যখ্যা দেন। প্রশ্ন করতেই ক্যামেরা ছিনিয়ে নেয়। ঘটনায় নিন্দার ঝড় তুলছেন এলাকাবাসি।