'কেমন বিধায়ক', প্রকাশ্যে শুভশ্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কটাক্ষের মুখে রাজ-শুভশ্রী



ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার বহিঃপ্রকাশ আজকাল সচারাচর চলে। টিভির পর্দায় প্রেম কিংবা দাম্পত্য জীবনের গল্পে ঠোঁটে ঠোঁট ছোয়া দৃশ্য প্রায়ই দেখা যায় ‌। রাজ-শুভশ্রীর দাম্পত্য জীবন মধুর। গত মঙ্গলবার ছিল রাজের জন্মদিন। মধ্যরাত থেকেই শুরু হয় সেলিব্রেশন।


আর মধ্যরাতে জন্মদিনে রাজকে আদরে-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শুভশ্রী।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। বেশ কিছু ছবি পোস্ট করেছেন শুভশ্রী। আর সেখানে দেখা যায় রাজের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন শুভশ্রী।


সেই ছবি পোস্ট করার পরেই ধেয়ে আসে কটাক্ষ। অনেকেই রাজের বিধায়ক হয়ে প্রকাশ্যে চুমু খাওয়ায় আপত্তি তুলেছেন। প্রকাশ্যে চুমু খাওয়ায় যেমন কটাক্ষ করেছেন অনেকে তেমন অনেকে এই সম্পর্কে প্রেমের রসায়নের প্রশংসাও করেছেন।


অনেক অনুরাগীই রাজ ও শুভশ্রীর ভালোবাসা দেখে মুগ্ধ ও তাঁদের শুভেচ্ছা জানিয়েছে।