Primary TET: প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর, 4টি প্রশ্নে মিলবে পুরো নম্বর 

Primary TET


প্রাথমিক টেট প্রার্থীদের জন্য সুখবর। বৃহস্পতিবার প্রাথমিক টেট ২০২২-এর ফাইনাল অ্যানসার কি প্রকাশ করেছে। আর এই ফাইনাল অ্যানসার কি প্রকাশের পরেই জানা গেল চারটি প্রশ্নের নম্বর ফ্রি-তেই পাবেন পরীক্ষার্থীরা।



পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে প্রশ্ন ও অপশন ছাপার ভুলের কারণে ২০২২-এর ১১ই ডিসেম্বর টেট পরীক্ষায় অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের ৪টি প্রশ্নে ফুল মার্কস দেওয়া হবে। এনিয়ে ফাইনাল অ্যানসার কি এর সাহায্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।



কোন সমস্ত প্রশ্নে ফুল মার্কস পাবেন পরীক্ষার্থীরা:

1) WBBPE/01A এর 94, WBBPE/02B এর 98, WBBPE/03C এর 117, WBBPE/04D এর 104, WBBPE/05E এর 91

2) WBBPE/01A এর 108, WBBPE/02B এর 97, WBBPE/03C এর 109, WBBPE/04D এর 100, WBBPE/05E এর 113

3) WBBPE/01A এর 120, WBBPE/02B এর 119, WBBPE/03C এর 108, WBBPE/04D এর 98, WBBPE/05E এর 112

4) WBBPE/01A এর 126, WBBPE/02B এর 132, WBBPE/03C এর 141, WBBPE/04D এর 127, WBBPE/05E এর 124