Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik Suggestion 2023: মাধ্যমিক গণিতে উপপাদ্য-সম্পাদ্যে পুরো নম্বর কীভাবে পাবে?

Madhyamik Suggestion 2023: মাধ্যমিকে উপপাদ্য-সম্পাদ্যে পুরো নম্বর পেতে জানুন বিস্তারিত 

Mathematics


জ্যামিতি- 9 থেকে 11 দাগের প্রশ্ন হল জ্যামিতির। এখানে থাকে উপপাদ্য, সম্পাদ্য এবং একটা রাইডার বা এক্সট্রা। উপপাদ্যের প্রশ্ন উত্তর করার সময়ে ছবি অবশ্যই পেন্সিলে আঁকবে। ছবির সঙ্গে লেখার মিল থাকা আবশ্যক। আর সম্পাদ্য করার সময়ে পেন্সিল কম্পাসের দাগ স্পষ্ট হওয়া জরুরি। কোনো দৈর্ঘ্যের মাপ নেওয়ার প্রয়োজন হলে তা স্কেল ব্যবহার করে প্রথমেই নিয়ে নিতে হবে। সম্পাদ্যের সব কাজ কম্পাসের সাহায্যে করতে হবে, স্কেল শুধুমাত্র লাইন টানার জন্য ব্যবহার হবে, মাপ নেওয়ার জন্য নয়। অন্তর্বৃত্ত আঁকার ক্ষেত্রে আরো বেশি যত্নবান হবে।







যদি কোনও কারনে উপপাদ্য সম্পূর্ণ উত্তর না করতে পারা যায় বা উত্তর লিখতে না পারো তবে অবশ্যই যতটুকু লিখেছো অমনি ছেড়ে দেওয়া উচিত, কেটে দেওয়া যাবে না। কারণ প্রত্যেক স্টেপে স্টেপে নম্বর রয়েছে। যতটা ঠিক হবে ততটা নম্বর পাবে।






উপপাদ্য-

১। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ।


২। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান।


৩। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক।


৪। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ।

৫। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করো। অথবা, পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করো। 



সম্পাদ্য


১। অন্তর্বৃত্ত অঙ্কন

২। স্পর্শক অঙ্কন
- একটি বৃত্ত থেকে নির্দিষ্ট দূরত্বে স্পর্শক অঙ্কন




ভালো ফল করতে ও ৯০ শতাংশের ওপরে নম্বর পেতে হলে পুরো সিলেবাস রপ্ত করা দরকার। পাশাপাশি পরীক্ষার খাতায় পরিমার্জিত লেখা ও মার্জিন থাকলে ভালো হয়। যদি কোনো অংক ভুল হয় কোনো হিসেবে তবে অবশ‍্যই মনে রাখবে খুব বেশি কাটাকাটি না করে এক টানে পুরো অংকটা কেটে দেবে। নয়তো খাতা অপরিচ্ছন্ন মনে হয়। প্রত‍্যেকটা অংকের রাফ খাতার ডানদিকে করা ভালো। যেন পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code