Nisith Pramanik : ৭৮ গাড়ির কনভয়, দিনহাটা দাপালো নিশীথ সুকান্ত, জেলা পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে


Nisith Pramanik

দিনহাটা দুই নাম্বার ব্লকের কালমাটি গ্রাম, স্থানীয় বাসিন্দা দীপক বর্মন জানাচ্ছেন, দুপুর বারোটা নাগাদ প্রচুর গাড়ি ঢুকলো এলাকায়। সাথে জয় শ্রীরাম ধ্বনি। স্থানীয় এক ব্যক্তি জানান, গোটা রাস্তাটাই গাড়ি দিয়ে ভর্তি সাথে বিএসএফের উর্দি পরা জওয়ানরা, প্রথমে দেখেই আতঙ্ক তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলেন, গাড়ি দেখার জন্য বেরিয়েছিলাম, এতগুলো গাড়ি হবে ভাবতে পারিনি।

মোট ৭৮ টা গাড়ির কনভায় নিয়ে দিনহাটা ২ নাম্বার ব্লক দাপিয়ে বেড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক সহ সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের গাড়িসহ নিজস্ব সুরক্ষা রক্ষী এবং প্রচুর বিজেপি কর্মী নিয়ে এই কনভয় কার্যত সাধারণ গ্রামবাসীকে আতঙ্কের পরিবেশে ঠেলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।


ইতিমধ্যেই গত শনিবার বুড়িরহাটে একটি ঘটনায় এলাকা উত্তপ্ত হয়েছিল আরো একবার সেই ধরনের ঘটনা ঘটবে বা ঘটতে পারে এমনটা আশঙ্কা করেছিল গ্রামবাসীরা। কিন্তু এদিন তৎপর কোচবিহার জেলা পুলিশ প্রশাসন কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। শুধুমাত্র কোচবিহার জেলার কর্মীরাই নয়, এদিন এই কনভয়ে উপস্থিত ছিল আলিপুরদুয়ার এবং আসামের প্রচুর বিজেপি কর্মী সমর্থক।

Nisith Pramanik

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দিনহাটা বিজেপি কর্মীদের সাথে দেখা করতে আসেন সুকান্ত মজুমদার এবং তার সাথে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এদিন দক্ষিণ কালমাটিতে আক্রান্ত BJP কর্মীর ভাংচুর হওয়া কাঁচা বাড়িকে নতুন করে পাকা করার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত বেশ কয়েকমাস আগে মাথাভাঙ্গা তে একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন যদি তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের কাঁচা বাড়ি তবে পাকা বাড়ি বানিয়ে দেব, আর একতলা ভাঙলে দোতলা বাড়ি বানিয়ে দেবো। সেই কথাই রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ কালমাটিতে এসে আক্রান্ত বিজেপি কর্মী কৃষ্ণকান্ত বর্মনের ভাংচুর হওয়া কাঁচা বাড়িতে এসে তাদের সাথে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এরপর সেই বিজেপি কর্মীর বাড়িতে ভাংচুর কাঁচা বাড়ির বদলে নতুন করে পাকা বাড়ির কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।


পাশাপাশি সাহেবগঞ্জ বাজারে ভাংচুর হওয়া বিজেপি কার্যালয় পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজ্য সভাপতি। সাহেবগঞ্জ বাজারে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় পরিদর্শন করেন ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। এদিন তারা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্বরা।

আজ কোচবিহার জেলা পুলিশের তৎপরতা ছিল তুঙ্গে। জাগায় জাগায় ছিল পুলিস পিকেট। তবে একদিকে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে ল ইন অর্ডার কর্মসূচি সুস্থভাবে সামাল দেওয়ার যে উদাহরণ কোচবিহার জেলা পুলিশ সাধারণ মানুষের সামনে তুলে ধরল তা প্রশংসার দাবি রাখে।

দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ২০১৯ সাল থেকে শুরু করে ২০২১ বিধানসভা নির্বাচন পর্যন্ত রক্তক্ষয় সন্ত্রাস ছাড়া নির্বাচন হয়নি, এবং এই সন্ত্রাসের অন্যতম মূল কান্ডারী বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, সম্প্রতি তিনি সীমান্ত সুরক্ষা বাহিনীকেও কাজে লাগাচ্ছেন। সাধারণ গ্রামবাসীকে আতঙ্কিত করছেন নিজের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। সাধারণ মানুষকে বোকা ভাবাটা তার একান্ত দুর্বলতা, দিনহাটার মানুষ সব জানে। সমস্তটাই তারা বুঝতে পারছে। সুতরাং মানুষকে ভয় দেখানো বন্ধ করুন, না হলে সাধারণ মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না।