কমছে মাধ্যমিকের পড়ুয়া, সিলেবাস নিয়ে পরামর্শ দিলেন হাইকোর্টের বিচারপতি
কমছে মাধ্যমিকের পড়ুয়া, সিলেবাস নিয়ে পরামর্শ দিলেন হাইকোর্টের বিচারপতি। আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা। গতবারের তুলনায় এবার কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। কেন কমছে পড়ুয়া, তা নিয়ে আরও একবার উদ্বেগপ্রকাশ করল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকারকে সিলেবাস বদলের পরামর্শ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
বিচারপতি বিশ্বজিৎ বসু এদিকে এজিকে প্রশ্ন করেন, ‘‘এবছর মাধ্যমিকে পরীক্ষার্থী কমে গিয়েছে। এটা কেন হল রাজ্যকে ভাবতে হবে। শিক্ষক নিয়োগ করলে, সেই শিক্ষকেরা কাদের পড়াবেন তা চিন্তা করা প্রয়োজন। পড়ুয়া না থাকলে শিক্ষক থেকে লাভ কী? রাজ্যের সতর্ক হওয়া উচিত। মাধ্যমিকের সিলেবাস আগে ঠিক করুন। সিলেবাস ঠিক না হলে সমস্যা আরও বাড়বে। দয়া করে নজর দিন।’’
অনেকেই মনে করছেন রাজ্য মাধ্যমিকে বোর্ডের সিলেবাসের কারণেই অনেক ছাত্রছাত্রী সিবিএসই ও আইসএসই-র ঝুঁকছে। সে কারণে মাধ্যমিকে (Madhyamik Exam) পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊