সুখবর, ১৯১১ পদে কাউন্সেলিং শুরু করছে SSC, দিল বিজ্ঞপ্তি



Group D : 1911 শূন্যপদে কাউন্সেলিং-র বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে। খুব শীঘ্রই কাউন্সেলিং সংক্রান্ত প্রক্রিয়া অফিশিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com -এ জানানো হবে বলে জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অপেক্ষামান তালিকাভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করবে। যোগ্য প্রার্থীদের যোগ্যতা ও বিভাগ দেখে তৈরি হওয়া ১৯১১ শূন্যপদে কাউন্সেলিং-র প্রক্রিয়া চলবে।



আরো জানানো হয়েছে যাদের কাউন্সেলিংয়ের ডাকা হবে তাঁদের ওএমআর ম্যানিপুলেশন সহ কোনোরকম অনিয়ম ধরা পড়লে প্রার্থী পদ বাতিল হবে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন: Click Here