প্রাথমিক বিদ্যালয় সংসদের খেলায় জেলাস্তরে চ্যাম্পিয়ন দিনহাটা মহকুমা
নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:
আজ ১৪ই ফ্রেব্রুয়ারী ২০২৩ ইং কোচবিহার এম জে এন স্টেডিয়ামে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে কোচবিহার জেলা প্রাথমিক ক্রীড়া পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় প্রাথমিক, নিম্ন - বুনিয়াদী, মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের ( বিশেষ চাহিদা সম্পন্ন সহ ) জেলা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।
গ্রাম পঞ্চায়েত, চক্র সম্পদ কেন্দ্র এবং মহকুমা পর্যায়ের খেলার পরে আজকে জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল কোচবিহার এম জে এন স্টেডিয়ামে।
এর পরে রাজ্য স্তরের খেলা। এবারের রাজ্য স্তরের খেলা অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি জেলার বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে ।
আজকের খেলায় সর্বাধিক পয়েন্ট পেয়ে কোচবিহার জেলার ৫ টি মহকুমার মধ্যে দিনহাটা মহকুমার শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের খেলায় ১২ টিতে প্রথম এবং ৭টিতে দ্বিতীয় এবং ৯ টিতে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন হয়।
এ বিষয়ে দিনহাটা মহকুমা ক্রীড়া পরিচালন কমিটির যুগ্ম কো-অর্ডিনেটর বাপ্পাদিত্য রায় জানান " আমরা খুবই আনন্দিত। আমাদের খেলায়াড় খুব ভালো খেলেছে। আমাদের দিনহাটা মহকুমা চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আশাবাদী রাজ্য স্তরের খেলাতেও জেলার হয়ে খেলে ছাত্র ছাত্রীরা ভালো ফল করবে। "
আজকের খেলায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ডি আই কানাইলাল দে, রবীন্দ্রনাথ ঘোষ , এন বি এস টি সি এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সামনেই মাধ্যমিক পরীক্ষা, একনজরে প্রত্যেকটি বিষয়ের সম্ভাব্য কিছু প্রশ্ন । পরীক্ষার্থীদের সুবিধার জন্য শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊