Breaking

Wednesday, February 01, 2023

Budget 2023: বাজেট ঘোষনার পর দাম বাড়ছে কোন কোন জিনিসের?

Budget 2023: বাজেট ঘোষনার পর দাম বাড়ছে কোন কোন জিনিসের?

Budget 2023



বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর বাজেট নিয়ে সবার নজর ছিল। ভোটমুখী বাজেট কতটা জনমোহিনী সেদিকেই নজর ছিল সবার। তবে বাজেট কতটা মানুষের কাজে লাগে তাই সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে যাবে।


দাম বাড়ছে যেসব জিনিসের: 

ধূমপায়ীদের জন্য সুখবর নেই বাজেটে। দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।

রান্নাঘরের ইলেকট্রিক চিমনির দাম বাড়বে। বাজেটে চিমনির অন্তঃশুল্ক বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছে সরকার।

রুপোর দাম বাড়তে চলেছে। রুপোর উপরে প্রযুক্ত অন্তঃশুল্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বাজেটে।

বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে। এই গাড়ির উপর আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম। কাঁচামালের উপর শুল্ক কমানো হয়েছে।

ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে। বাজেটে ইমিটেশন গয়নার উপর প্রযুক্ত শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।

প্ল্যাটিনাম ধাতুর যাবতীয় গয়নার দামও বাড়তে চলেছে। বাজেটে এই ধাতুর উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে সরকার।

সোনার উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কিছুটা বাড়তে পারে সোনার দামও।

আমদানিকৃত রবারের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করে দিয়েছে সরকার। ফলে বাড়তে চলেছে টায়ার টিউবের দাম।