Aadhaar Card News : ১০ বছরের বেশি সমস্ত আধার কার্ড ধারকদের অবশ্যই করতে হবে এই কাজ 


download aadhar card


যদি আপনার আধার কার্ড (Aadhaar Card) 2014 সালের আগে তৈরি হয়ে থাকে, তাহলে আপনাকে KYC করাতে হবে। KYC আপডেট না হলে আধার থেকে পাওয়া সুবিধার সুবিধা পেতে সমস্যা হবে।

UIDAI এর পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে - যদি আপনার Aadhaar 10 বছরেরও বেশি আগে তৈরি করা হয় এবং আপডেট না করা হয়, তাহলে আপনাকে আপনার 'পরিচয়ের প্রমাণ' এবং 'ঠিকানার প্রমাণ' নথি আপলোড করে এটি পুনরায় যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনলাইনের জন্য ফি 25 টাকা এবং অফলাইনের জন্য 50 টাকা লাগবে।


কীভাবে অনলাইনে আপনার 'Proof of Identity' এবং 'Proof of Address' আপডেট করবেন জেনে নিন।


প্রথমে UIDAI এর ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিতে হবে।

এরপর 'Proof of Identity' হিসাবে আপনার প্যান কার্ড অথবা অন্য যে কোন আইডিন্টি আপলোড করতে হবে।


একই ভাবে Proof of Address এ আপনার ভোটার কার্ডের PDF আপলোড করে দিন।


এরপর অনলাইনে ২৫ টাকা পেমেন্ট করতে হবে।


এভাবেই আপনার আধার কার্ডের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ন হয়ে যাবে।


মনে রাখতে হবে KYC আপডেট করার জন্য, আবেদনকারীকে UIDAI দ্বারা অনুমোদিত নথি আপলোড করতে হবে।