WB PRIMARY TET 2022 RESULT-প্রাথমিক টেট পরীক্ষার রেজাল্ট 

WB PRIMARY TET 2022 RESULT



WB PRIMARY TET 2022 RESULT- কবে প্রকাশিত হতে চলেছে টেট পরীক্ষার রেজাল্ট (WB PRIMARY TET 2022 RESULT ) সেই নিয়ে বড় আপডেট সামনে এসেছে।




রাজ্যে দীর্ঘ কয়েক বছর পর ১১ই ডিসেম্বর, ২০২২ যে প্রাথমিক টেট পরীক্ষা (WB PRIMARY TET 2022) অনুষ্ঠিত হয়েছিল সেখানে ছয় লক্ষেরও বেশি চাকরি প্রার্থী টেট পরীক্ষা দিয়েছেন। এবার টেটের দ্রুত ফল প্রকাশ করতে উদ্যত হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।


খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে প্রাথমিক টেট ২০২২ পরীক্ষার রেজাল্ট বলে জানা গিয়েছে। টেট পরীক্ষার আগে পর্ষদ সভাপতি জানিয়েছিল পরীক্ষার একসপ্তাহের মধ্যে ফলপ্রকাশ করা হবে। তবে, বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে আর বিলম্ব করতে চাইছে না পর্ষদ।


ইতিমধ্যে গত বুধবার শেষ হয়েছে টেট-এর ‘মডেল আনসার কি’ নিয়ে চ্যালেঞ্জ জানানোর সময়সীমা। এবার জমা পড়া অভিযোগগুলি খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে খবর। বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে এবার নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। দ্রুত সেই পর্ব মিটিয়ে পরের মাসের শুরুতেই ফলপ্রকাশ করতে চাইছে পর্ষদ। অর্থ্যাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে প্রাথমিক টেট ২০২২ পরীক্ষার ফলাফল।