জব কার্ডের জন্য তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে টাকা দিতে হয়েছে- অভিযোগ শুনে মন্ত্রী উদয়নের পদক্ষেপ 

udayan guha



কোচবিহারঃ

জব কার্ডের জন্য তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে টাকা দিতে হয়েছে তারপরেও হাতে পায়নি জব কার্ড। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে পাশে পেয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে এমনি অভিযোগ করলেন গ্রামের মানুষ।


এদিন কোচবিহার এক নম্বর ব্লকের চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে বের হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানে চিলকিরহাটে গ্রাম পঞ্চায়েতের একমুখা এলাকায় মন্ত্রীকে পাশে পেয়েই গ্রামের বেশকিছু মানুষ গ্রাম পঞ্চায়েত সদস্যা আনোয়ারা বেগমের বিরুদ্ধে জব কার্ডের জন্য টাকা নেওয়ার অভিযোগ করেন।


অভিযোগ শুনে মন্ত্রী ততক্ষনাত পঞ্চায়েত সদস্যার স্বামীকে ডেকে বলেন যদি টাকা নিয়ে থাকে তবে ফেরত দিয়ে দিতে।


এরপর সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি, মানুষের সমস্যার কথা শুনে সমাধান করবো বলে। তিনি আরো বলেন ১০০ শতাংশ উন্নয়ন আমরা করতে পারিনি তবে সিংহভাগ অংশ উন্নয়ন করেছি।