'ঘোষনা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে হোমগার্ড নিয়োগ', বিস্ফোরক শুভেন্দু অধিকারী
সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ক্যাডারদের কাজে লাগানোর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা। ঘোষনা ছাড়াই কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য সরকার এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
ট্যুইটে শুভেন্দুর দাবি, ' ৬ মাসের জন্য দৈনিক ৫৬৫ টাকায় কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। কোনও ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে চলছে নিয়োগ। তৃণমূল ক্যাডারদের পঞ্চায়েত ভোটের আগে কাজে লাগানো হচ্ছে। নয়তো, ঘুষের বিনিময়ে এই সমস্ত পদ বিক্রি করা হচ্ছে।'
তিনি প্রশ্ন তোলেন, ' প্রাসঙ্গিক প্রশ্ন হল যে; একজন যোগ্য প্রার্থী কীভাবে শূন্যপদ সম্পর্কে জানতে পারবেন এবং পদটির জন্য আবেদন করবেন? @HomeBengal কে ট্যাগ করে তিনি লেখেন ' ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত হোম গার্ডদের নির্বাচন পদ্ধতি বিশদ তথ্য দিতে পারেন? বাছাই এবং নির্বাচনের ভিত্তি ? কে তাদের বাছাই করল? মানদণ্ড কী ছিল?'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊