শাকম্বারি গ্রুপের ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হলো এলোকুইন্ট কল্যানেশ্বরী

Shakambari Group Cricket Competition

Shakambari Group Cricket Competition



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

একদিন ব্যাপী শাকম্বরি ইন্টার ইউনিট এস.জি.সি ট্রফি২০২৩ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল আসানসোল ডিভিশনাল রেলওয়ে ময়দানে।এদিনের খেলাটি শাকম্বরি গ্রূপের সকল দল অংশ গ্রহণ করেন।যেখানে ফাইনাল খেলাটি এলোকুইন্ট কল্যানেশ্বরী ও এস.পি.এস ইউনিট ১ দুর্গাপুরের সাথে অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় এসপিএস ইউনিট-১ দুর্গাপুর ১১২ রান করে জবাবে ময়দানে নেমে এলোকুইন্ট কল্যানেশ্বরী জয়লাভ করে।খেলায় জয়ী ও পরাজিত

দলের হাতে মোমেন্ট তুলে দেন খেলার প্রধান অতিথি রূপে উপস্থিত সাকম্বরি গ্রূপের সি.এম.ডি দীপক আগারওয়াল।তাছাড়া উপস্থিত ছিলেন ইডি এস.কে সাহি,স্বাথি আগারওয়াল সহ সঞ্জয় সিং,হর্ষ আগারওয়াল তানিশা অগারওয়াল।

Shakambari Group Cricket Competition



এদিন খেলা চলাকালীন শাকম্বরি গ্রূপের সিএমডি সাংবাদিক সন্মেলনের মাধ্যমে জানান আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় কারখানা রয়েছে সেই সকল কারখানার কর্মীরা খেলায় অংশ গ্রহণ করেন।আমাদের মূলত লক্ষ্য কাজের পাশাপাশি মানসিক শান্তি পেতে সকলকে খেলাধূলা করা দরকার।তাছাড়া আমাদের গ্রূপে প্রতিভাবান খেলোয়াড়দের সকল রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আমার।একই সাথে সিএসআর ফান্ড থেকে বিভিন্ন সামাজিক মূলক কাজ হয়ে থাকে।পুরুলিয়া শহরেও আমাদের কারখানা শিল্প রয়েছে সেখানে বিনামূল্যে স্বাস্থকেন্দ্র চলে।এদিন তিনি সকল কর্মচারীদের ধন্যবাদ দিয়ে বলেন আজকে কর্মচারী দের জন্য এই সাফল্য অর্জন।তবে সরকার যদি আমাদের জমি দিতে চাই তাহলে আরো শিল্প আনতে পারি আমরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ