Latest News

6/recent/ticker-posts

Ad Code

Australian Open 2023: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে পৌঁছালো টেনিস সুন্দরী সানিয়া ও বোপান্না জুটি

Australian Open 2023: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে পৌঁছালো টেনিস সুন্দরী সানিয়া ও বোপান্না জুটি 

Australian Open 2023


অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের শেষ চারে টেনিস সুন্দরী সানিয়া মির্জা। শেষ চারে পৌঁছে গেলেন সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি। শেষ আটের লড়াইয়ে জেলেনা ওস্তাপেঙ্কা ও ডেভিড হার্নান্ডেজ জুটির কাছে ওয়াক ওভার পেয়ে যান তাঁরা। সেমিতে সানিয়াদের প্রতিপক্ষ কারা হবেন তা এখনও ঠিক হয়নি।



সানিয়া মির্জা (Sania Mirza) ও রোহন বোপান্না (Rohan Bopanna), দুই ভারতীয় তারকাই চলতি অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) নিজেদের ডাবলস ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তবে মিক্সড ডাবলসে জুটি বেঁধে গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছে গিয়েছিলেন সানিয়া, রোহন।



শেষ ভারতীয় প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়া ওপেনে টিকে রয়েছেন সানিয়া ও বোপান্না। ম্যাচের তৃতীয় গেমেই ভারতীয় জুটি প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করেন। নিনোমিয়ারা সঙ্গে সঙ্গেই ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে স্কোর ৩-৩ করে ফেলেন। ম্যাচে সমতার পর ভারতীয় জুটি দুরন্ত টেনিস খেলে ৬-৪ স্কোরে প্রথম সেটে জিতে নেয়। এরপর ৬-৬ এ পৌঁছায় ম্যাচ। অবশেষে ১১-৯ স্কোরলাইনে টাই ব্রেকার জিতে নেন সানিয়া-রোহন।



এই অস্ট্রেলিয়ান ওপেনই যে তাঁর শেষ গ্র্যান্ডস্লাম তা আগেই জানিয়ে দিয়েছিলেন সানিয়া মির্জা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code