ডি.এ এর দাবীতে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বানে শুরু হলো ঐতিহাসিক গণছুটি,মিছিল ও লাগাতার অবস্থান কর্মসূচী


protest of people


গৌতম সাহা,কোলকাতাঃ

এখন ঠিক রাত ৯ টা শহীদ মিনার প্রাঙগনে হাজার হাজার শিক্ষক, অধ্যাপক,ডাক্তার,নার্স,আদালত গ্রন্থাগার,পঞ্চায়েত তথা কর্পোরেশান কর্মীরা খোলা আকাশের নীচে অবস্থান করছেন। তাদের দাবী যতক্ষন না সরকার তাদের নায্য দাবী মেনে নেবে ততক্ষন তারা এই অবস্থান কর্মসূচী চালিয়ে যাবেন।বেশ কয়েক বছর ধরে তারা নায্য ডি.এ থেকে বঞ্চিত। হাইকোর্ট ইতিমধ্যে ডি.এ তাদের নায্য অধিকার এবং সেটা তাদের দিতে হবে বলে রায় দিয়েছেন। এরপরও সরকার নানা টালবাহানা করে সময় নষ্ট করছেন। সরকারের তরফ থেকে বিষয়টি সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যাওয়া হয়েছে। SLP দাখিলের মাধ্যমে চলছে সময় নষ্ট করার প্রয়াস। এমন অবস্থায় রাস্তায় নেমে অান্দোলনের সিদ্ধান্ত 28 টি সংগঠনের মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ।

protest of people


আজ নির্ধারিত সময় অনুযায়ীই সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিল শুরু হয় ডি.এ বঞ্চনার বিরুদ্ধে রাজ্যে সবচেয়ে জোরালো তথা ঐতিহাসিক প্রতিবাদ কর্মসূচী, সৌজন্যে- সংগ্রামী যৌথ মঞ্চ।

ইতিমধ্যে আজকের এই বৃহত্তর আন্দোলনের অনুমতি চেয়ে সংগঠনের তরফ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়েছিলো। কিন্তু তাদের কাছ থেকে কোন সাড়া না পাওয়ায় সংগঠন হাইকোর্টের দ্বারস্থ হয়। গত মঙগলবারই হাইকোর্ট 'সংগ্ৰামী যৌথ মঞ্চ' কে মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়।তবে অবস্থানের স্থান বদল করে শহিদ মিনারে করতে বলে অাদালত। সংগঠনের তরফ থেকে কোলকাতা কর্পোরেশানের মেন অফিস ও পার্শ্ববর্তী আমিনিয়া রেস্টুরেন্ট এর মাঝখানে এই অবস্থান কর্মসূচী চালোনার পরিকল্পনা হয়েছিল। কিন্তু কোর্ট সেই আবেদন খারিজ করে শহীদ মিনার সংলগ্ন এলাকায় এই কর্মসূচী চালানোর অাদেশ দান করেন যেটি ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশমতো AICPI অনুযায়ী বকেয়া DA ও সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরে সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবিতে আজ ঠিক দুপুর 12 টার সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিলে যোগদান করলেন হাজার হাজার শিক্ষক,ডাক্তার, নার্স,অধ্যাপক, লাইব্রেরীয়ান, আদালত,পৌরসভা তথা পঞ্চায়েত কর্মী। মিছিল শেষে তারা শহিদ মিনার চত্ত্বরে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হোন। তাদের বক্তব্য বকেয়া DA ও অন্যান্য দাবী না মেটানো পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে।

protester sleep



দারুণ ভাবে প্রচারের আলোয় উঠে আসা সংগ্ৰামী যৌথ মঞ্চ পশ্চিম বঙ্গের 28টি সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের দ্বারা গঠিত একটি বৃহত্তর সংগঠিত ও শৃঙ্খলাপরায়ন সংগঠন। এই সংগঠনের নেতৃত্ব জানালেন প্রায় প্রতিদিনই কোন না কোন সংগঠনের তরফ থেকে তাদের যৌথ মঞ্চে যোগদান করবার আবেদন আসছে। সুতরাং এই মঞ্চ যে বৃহত্তর একটি সংগ্রামী মঞ্চ হিসাবে আত্মপ্রকাশ করছে তা বলাই বাহুল্য। এখন দেখা যাক তাদের এই মঞ্চ কত তাড়াতাড়ি এ রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীদের ডি.এ বঞ্চনা সহ অন্যান্য দাবীর অবসান ঘটাবে ও তাদের জন্য ন্যায় নিয়ে আসবে।