NBSTC-র অনলাইন পোর্টালের উদ্বোধন করল চেয়ারম্যান পার্থ প্রতীম রায়
কোচবিহার: NBSTC-র অনলাইন পোর্টালের উদ্বোধন করল চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। এদিন তিনি কোচবিহার সাগরদীঘি সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসে সাংবাদিক বৈঠক করে ওই অনলাইন পোর্টালের উদ্বোধন করেন পার্থ প্রতীম রায়।
এদিন তিনি সাংবাদিক বৈঠক করে জানান, আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি নাম মাত্র nbstc.in নামে একটি ওয়েবসাইট ছিল। যার ভিতরে কিছু ছিল না। আমরা সেটাকে আপগ্রেড করে একটা এজেন্সিকে দিয়ে ওই ওয়েবসাইট টা তৈরি করলাম। এবং সেখানে আমরা যাবতীয় ইনফরমেশন আপলোড দিয়েছি এবং প্রতিনিয়ত সেটা আপডেট হতে থাকবে। সেখানে কোনো মাসে কত আয় করা হলো, কোন রোডে কতটা বাস চলছে সেখানে সব দেওয়া থাকবে।
পাশাপাশি সাধারণ মানুষ NBSTC বাস অনলাইন বুকিং করতে পারবে। সেখানে সব সময় একটা নম্বর দেওয়া থাকবে সেখানে মানুষ যোগাযোগ করতে পারবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊