Book Fair: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুরু হল এবছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা 

Book Fair


শুরু হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ৪৬তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরের বইমেলা চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা বইমেলা সকলের হৃদয় ছুঁয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



সোমবার দুপুরে বইমেলা উদ্বোধন উপলক্ষে সেন্ট্রাল পার্কে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শুভাপ্রসন্ন রায়, অরূপ বিশ্বাস, শান্তনু সেন-সহ বিশিষ্টজনেরা। সেখানেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানান মুখ্যমন্ত্রী।



৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন (Spain)। ইতিপূর্বে ২০০৬ সালে বইমেলার থিম কান্ট্রি ছিল ইউরোপের এই দেশটি। এবার স্পেন ছাড়াও বইমেলায় থাকছে লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়ার বহু দেশ।