Kailash Kher: গান গাইতে গিয়ে আক্রান্ত গায়ক কৈলাস খের

Kailash Kher


গান গাইতে গিয়ে আক্রান্ত সঙ্গীতশিল্পী কৈলাস খের (Kailash Kher)। কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পি উৎসবে মঞ্চে গান গাওয়ার সময় আক্রান্ত হন কৈলাস। রবিবার হাম্পিতে হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে বলে অভিযোগ ‌।



কন্নড় গান না গাওয়ায় নাকি উত্তেজিত জনতা এই আক্রমণ করে। গায়কের উপর বোতল ছুড়ে মারে দর্শকরা। কর্ণাটকের এই স্থান ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভূক্ত। হাম্পি উৎসব ঘিরে কর্ণাটকের এই ঐতিহ্যবাহী এলাকা জমজমাট হয়ে ওঠে।



এএনআই একটি টুইটে জানিয়েছে, "গতকাল বিজয়নগরের হাম্পিতে হাম্পি উৎসবের সমাপনী অনুষ্ঠানে গান গাওয়ার সময় গায়ক কৈলাস খেরকে লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারা হয়। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।"



২৭ জানুয়ারি শুরু হয় হাম্পি উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka Chief Minister Basavaraj Bommai)। কৈলাস খের ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন গায়ক অর্জুন জন্যা, বিজয়া প্রকাশ, রঘু দীক্ষিত, অনন্যা ভট্ট এবং আরমান মালিক।