Abhijit Gangopadhyay : কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) কাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়ি থেকে এবার ওএমআর শিট উদ্ধার করলো ইডি। উদ্ধার হওয়া ওএমআর এর ৩০টি ২০২২ সালের এমনটাই খবর। এই খবরে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে'। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, 'কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ?'
বিচারপতি প্রশ্ন তোলেন, 'কারা বসে রয়েছে পর্ষদে ? কি করে হয় দুর্নীতি?'। বিচারপতির উষ্মা, 'কেউ নিজে কিছু করবে না , আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে'। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়' । মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊