Primary TET 2022 Scam: TMC যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার 2022-এর OMR!
নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর। এবার সামনে এল বড় তথ্য। নিয়োগ দুর্নীতি (Primary TET 2022 Scam) কাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়ি থেকে এবার ওএমআর শিট উদ্ধার করলো ইডি। উদ্ধার হওয়া ওএমআর এর ৩০টি ২০২২ সালের এমনটাই খবর। বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করেছে ইডি।
সূত্রের দাবি, জেরার কুন্তলের দাবি আরটিআই করে এই ওএমআর গুলো পেয়েছে কুন্তল। কিন্তু কেন আরটিআই করেছেন সেবিষয়ে কোনো কিছু জানা যায়নি। কেন আরটিআই করেছিলেন, তার কোনও জবাব দেননি কুন্তল। আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি কুন্তল, খবর সূত্রের।
কুন্তল ঘোষের বাড়িতে ওএমআর (Primary TET 2022 Scam) উদ্ধারের ঘটনায় বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ?' পর্ষদের আইনজীবী আদালতে জানিয়েছে কুন্তলের বাড়ি থেকে ১৮৯টি ওএমআর উদ্ধার হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊