নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই-এর উপর অসন্তোষ প্রকাশ বিচারপতির!
নবম-দশম শিক্ষক নিয়োগে সিবিআই-এর উপর (CBI On Recruitment of Teachers At Class IX And X) তীব্র অসন্তুষ্ট হাইকোর্ট। 'সিলবন্ধ খামে দেওয়া রিপোর্টের সঙ্গে আইনজীবীর রিপোর্টের মিল নেই। দেশের একটা প্রধান তদন্তকারী সংস্থার এমন ভুল কাম্য নয়', সরব বিচারপতি বিশ্বজিৎ বসু।
হাইকোর্টের প্রশ্ন, 'সিবিআই-এর রিপোর্টের চেয়ে তাদের আইনজীবীর রিপোর্টে বেশি তথ্য আসছে। এটা কী ভাবে হয়? ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে'।
পাশাপাশি এসএসসি-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি বসু।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊