German police have just detained Greta Thunberg for protesting a new coal mine.
জার্মানির লুতসজারথ গ্রাম ধুলিসাৎ করে কয়লা খনি করার অনুমতি দিয়েছে প্রশাসন। গ্রামের সঙ্গে সবুজ পরিবেশও ধ্বংস হয়ে যাবে। আর তারই প্রতিবাদে সুইডেনের পরিবেশপ্রেমী জার্মানির গ্রামবাসীদের সঙ্গে গ্রেটা থুনবার্গ ( Greta Thunberg) আন্দোলনে সামিল হন। পরিবেশ রক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে এবার গ্রেপ্তার হলেন গ্রেটা থুনবার্গ ( Greta Thunberg) ।
প্রশাসনের নিয়ম ভেঙে আন্দোলন করায় গ্রিটাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রশাসনিক ভাবে জানানো হয়েছে। নোবেল শান্তি পুরস্কারে মনোনিত ২০ বছরের গ্রেটাকে রীতিমত চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হল।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নামায় রাশিয়ার কাছে গ্যাসের জোগান না পাওয়ায় দেশের কয়লা খনিগুলিকে আকারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর তাই গ্রাম উচ্ছেদ করে কয়লাখনি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার।
পরিবেশপ্রেমী গ্রেটা এর প্রতিবাদে সোচ্চার হয়ে বলছেন, পরিবেশ ধ্বংস করে কিছুতেই কয়লাখনি বানানো যাবে না। যার জেরেই গ্রেপ্তার হলেন গ্রেটা ।