Digital Voter Card Online Order , PVC Voter Card Online Order , Voter Card Replacement Online
সামনেই পঞ্চায়েত নির্বাচন, আপনি কি ভোটার ? আপনার ডিজিটাল ভোটার কার্ড নেই? তাহলে আর দেরী কেন? আজই অর্ডার করুন নতুন ঝকঝকে ডিজিটাল ভোটার কার্ড। বাড়িতে বসে অনলাইনেই আপনি অর্ডার করতে পারবেন এই ভোটার কার্ড।
প্রথমে আপনাকে Voter Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
এরপর Create an account এ ক্লিক করে Id Password তৈরি করে নিন।
এরপর Id Password দিয়ে লগইন করুন।
লগ ইন করবার পর Correction In Voter Card এ ক্লিক করুন।
এখানে Voter Card Number বসিয়ে দিয়ে Next এ ক্লিক করুন। এরপর Issues of Replacement EPIC without correction এ ক্লিক করুন। এবার ভোটার কার্ড কেন পরিবর্তন করতে চান তা সিলেক্ট করে সাবমিট করুন।
এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে Reference Number পেয়ে যাবেন, যা দিয়ে Status Check করতে পারবেন।
Website link:- click here
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊