Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ration : এক মাস ধরে রেশনে পাচ্ছেন না গ্রাহকরা- রাস্তা অবরোধ করে বিক্ষোভ বামনহাটে

Ration : এক মাস ধরে রেশনে পাচ্ছেন না গ্রাহকরা- রাস্তা অবরোধ করে বিক্ষোভ বামনহাটে

ration




দিনহাটা

এক মাস ধরে রেশনে পাচ্ছেন না গ্রাহকরা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ বামনহাটে। বামনহাট উত্তর লাউচাপরার রেশন ডিলার তপন পালের বিরুদ্ধে উঠছে নানান অভিযোগ।

গ্রাহকদের মধ্যে মহিলারা জানান একমাস ধরে মিলছে না রেশনের সামগ্রী। দীর্ঘ এক মাস ধরে রেশন দেওয়া হচ্ছে না, পাশপাশি রেশন নিতে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

সেই কারণেই আজ রবিবার সকাল ১০ টা নাগাদ রেশন নিতে আসলে দেখা যায় রেশন দোকানে তালা। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিক্ষোভ সামিল হয় গ্রাহকরা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং পরিস্থিতি সামলে আনার চেষ্টা করলেও বেশ কিছুক্ষণ চলে অবরোধ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় গ্রাহকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code