Breaking: মানিক ভট্টাচার্যকে ফের মোটা অঙ্কের জরিমানা করলো কলকাতা হাইকোর্ট


highcourt



ফের জরিমানার মুখে পড়তে হল মানিক ভট্টাচার্যকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা করলো কলকাতা উচ্চ আদালত। ২০১৭-এ টেট দেওয়া এক পরীক্ষার্থীকে ওএমআর শিট দিতে না পারায় কলকাতা উচ্চ আদালত এই জরিমানা ধার্য করলেন।



জানা গেছে, ২০১৭-এ টেট পাশ করতে না পেরে এক পরীক্ষার্থী পর্ষদের নিয়ম মেনে ৫০০ টাকা ফি দিয়ে ওএমআর এর কপি চেয়ে আবেদন করেন। যদিও ওএমআর শিট দেয়নি পর্ষদ। পর্ষদের কথায়, ওই মামলাকারী আরটিআই এর বিধি মেনে আবেদন করতে পারেননি। তাই ওএমার শিটের তথ্য দেওয়া হয়নি। এরপরেই আদালতের দ্বারস্থ হন মামলাকারী। এই দায় সভাপতি এড়াতে পারেনা জানিয়েই এই মামলায় মানিক ভট্টাচার্যকে জরিমানা করেন বিচারপতি।



আদালত জানিয়েছে, পুনরায় মামলাকারী আবেদন করতে পারবে। পাশাপাশি রাজ্য লিগাল সার্ভিসেস অথারিটির কাছে সেই জরিমানা আগামী ১৫দিনের মধ্যে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।