All India Pistol Shooting Championship
অল ইন্ডিয়া পিস্তল শুটিং চাম্পিয়নসিপে নজরকাড়া সাফল্য আলিপুর দুয়ারের ছেলে রাকেশ শীলশর্মার।রাকেশের বাড়ি উত্তর পারওকাটা আলিপুরদুয়ার ।
সে বিগত ১৫ বছর ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত আছে। এর আগে বক্সিং , কিক বক্সিং এবং ক্যারাটে এসব পর্যায়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন হয়েছিল। এর সঙ্গে রাকেশ পিস্তল শুটিং এবং রাইফেল শুটিং প্র্যাকটিস করে।
গাজিয়াবাদ থেকে সিলেকশন হয়ে অল ইন্ডিয়া ওপেন পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ খেলার জন্য মনোনীত এবং সেই খেলার ছাড়পত্র পেয়ে ২৮ শে জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত খেলা লখনৌ তে যাবার সুযোগ পেয়েছে সে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊