Latest News

6/recent/ticker-posts

Ad Code

DA NEWS : বিরাট রদবদল, সুপ্রীম কোর্টের দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মচারী

DA NEWS : সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ (মহার্ঘ ভাতা) মামলা শুনবেন দুই বাঙালি বিচারপতি

DA NEWS


ডিএ মামলা ঘিরে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। এর মাঝেই বেঞ্চ বদল। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে ছিল ডিএ মামলা। এবার সেই মামলা গেল বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। বুধবার, ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি।




সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। বিচারপতি মাহেশ্বরীর জায়গা মামলা শুনবেন বিচারপতি দত্ত। কলকাতা হাইকোর্টে ছিলেন তিনি‌। পরে বদলি হয়ে যান বম্বেতে। এই বদলের ফলে ডিএ মামলা শুনবেন দুই বাঙালি বিচারপতি।




প্রসঙ্গত, ৫ই ডিসেম্বর ডিএ মামলার রায় ঘোষনার কথা থাকলেও পরে তা গড়ায় ১৪ই ডিসেম্বরে। ১৪ই ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে লিখিত আকারে নিজেদের সংক্ষিপ্ত বক্তব্য জমা করতে হবে। পাশাপাশি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।




গত ২০ই মে কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী তিন মাসের মধ্যে ৩১শতাংশ হারে ডিএ দিতে হত রাজ্য সরকারকে। সময় পেরিয়ে গেলেও ডিএ দেয়নি রাজ্য। হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েও ধাক্কা খায় রাজ্য। সবশেষে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code