Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bogtui Case: CBI হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তে নামল CID

Bogtui Case: লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তে নামল CID

Bogtui Case



সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য। বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ। সিবিআইয়ের হেফাজতে মৃত্যু হয়েছে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন লালনের স্ত্রী।



'মামলা ধামাচাপা দিতে ৫০ লক্ষ টাকা চেয়েছিল সিবিআই', বিস্ফোরক দাবি করে লালনের স্ত্রীর। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে লালনকে, অভিযোগ লালনের স্ত্রীর। স্বামীর মৃত্যুর তদন্তে সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলেন লালনের স্ত্রী। রামপুরহাট থানা থেকে কাল কেস ডায়েরি নেবে সিআইডি।



আদালতের নির্দেশে লালন শেখের বাড়ির সিল খোলা হলেও, চাবিই পেল না সিবিআই। সিবিআইয়ের সামনেই তালা ভেঙে ভিতরে ঢুকতে হল পরিবারের সদস্যদের।বাড়িতে লন্ডভন্ড অবস্থা দেখে সিবিআইয়ের ওপর ক্ষোভ উগরে দিলেন বাড়ির লোকজন। তল্লাশির নামে বাড়িতে লুঠপাট চালানো হয়েছে বলে অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code