স্কুলের সময়সূচি নিয়ে কড়া নির্দেশিকা পর্ষদের


 students and teacher in classroom


স্কুলের সময়সূচি নিয়ে কড়া নির্দেশিকা পর্ষদের । স্কুল শুরু থেকে শেষ, ক্লাসের সময় সহ একাধিক বিষয়ে বিস্তারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার নির্দেশিকা আকারে দিল মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি, শিক্ষকদের বিভিন্ন দায়িত্ব সম্পর্কেও সচেতন করা হয়েছে।



নির্দেশিকা অনুসারে, সকাল দশটা চল্লিশ মিনিটে শুরু হবে প্রার্থনা। ১০ মিনিট রাখা হয়েছে প্রার্থনার জন্য দশটা পঞ্চাশ মিনিট থেকে শুরু হবে ক্লাস। বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলবে ক্লাস। শিক্ষক-শিক্ষিকাদের ১০.৪০ এর আগেই স্কুলে আসতে হবে। সকাল ১০.৫০-এর পর স্কুলে ঢুকলে লেট মার্ক করা হবে। ১১.০৫ এর পর ঢুকলে তাঁকে অনুপস্থিত বলেই গণ্য করা হবে।


নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাস চলাকালীন কোনওভাবেই মোবাইল ফোনে কথা বলতে পারবেন না তাঁরা। পাশাপাশি স্কুলের বাইরে এবং স্কুলের ভিতরে এমন কোনও ব্যবহার করতে পারবেন না যাতে তাঁদের পদের সম্মানহানি হয়।





School

School

School