Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া, কখন, কোন সময় চলবে বন্দে ভারত এক্সপ্রেস? জানুন বিস্তারিত
আজ সবুজ পতাকা নেড়ে বঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী না এলেও রাজ্যে আসছেন কেন্দ্রীয় দল। প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুর জেরে বাংলায় আসতে না পারলেও ভার্চুয়ালি নরেন্দ্র মোদি উপস্থিত হন যাবতীয় অনুষ্ঠানে। বন্দে ভারতের উদ্বোধনী মঞ্চে রাজ্যপাল, রেলমন্ত্রী। উপস্থিত শুভেন্দু, নিশীথও। মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী। প্ল্যাটফর্মে থেকেই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান। ছুটে এসে পরিস্থিতি সামালানোর চেষ্টা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। যদিও অনেক বোঝানোর পরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী উঠলেন না মঞ্চে। মঞ্চের পাশে চেয়ারে বসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন তিনি।
কোন পথে যাবে ট্রেন:
মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া থেকে এনজেপি পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। বোলপুর-শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসোই স্টেশনে থামবে এই ট্রেন, এরপর পৌঁছাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে।
সময়সূচি:
রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সপ্তাহে ৬দিন করে চলবে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। শুধুমাত্র বুধবার বন্ধ থাকবে এই ট্রেনের পরিষেবা।
হাওড়া-এনজেপি বন্দে ভারত:
- ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেস।
- ৭টা বেজে ৪৩ মিনিটে পৌঁছবে বোলপুর-শান্তিনিকেতন।
- ৭টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে ওই স্টেশন।
- ১০টা বেজে ৩২ মিনিটে পৌঁছবে মালদা টাউন স্টেশন।
- ১০ টা বেজে ৩৫ মিনিটে ছাড়বে মালদা টাউন স্টেশন।
- সকাল ১১টা ৫০ মিনিটে পৌঁছবে বারসই স্টেশনে।
- দুপুর ১টা বেজে ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে বন্দে ভারত।
এনজেপি-হাওড়া বন্দে ভারত:
- বিকেল তিনটে বেজে ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস।
- বারসই পৌঁছবে বিকেল ৪টে বেজে ৪৪ মিনিটে।
- বিকেল ৫টা বেজে ৫০ মিনিটে পৌঁছবে মালদা টাউন স্টেশন।
- রাত আটটা ২২ মিনিটে পৌঁছবে বোলপুরে।
- রাত ১০টা বেজে ৩৫ মিনিটে পৌঁছবে হাওড়া স্টেশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊