Suvendu Adhikari : 'পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা', ভূপতিনগর কাণ্ডে NIA তদন্তের দাবি শুভেন্দুর

Suvendu Adhikari : 'পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা', ভূপতিনগর কাণ্ডে NIA তদন্তের দাবি শুভেন্দুর


Suvendu Adhikari



কাঁথিতে তৃণমূলের হাইভোল্টেজ সভার আগে বিস্ফোরণে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। ভূপতিনগরে বিস্ফোরণে উড়ল বাড়ির চাল। উদ্ধার হল তৃণমূলের বুথ সভাপতি সহ ৩জনের ঝলসানো দেহ ! এই ঘটনায় তৃণমূলের দিকেই দোষ চেপেছে বিজেপি। NIA তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ( Amit Shah ) ট্যাগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) টুইটারে NIA তদন্তের দাবি তুলেছেন। টুইটের তিনি লিখেছেন, 'পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগরে বিস্ফোরণে উড়ে গেছে তৃণমূলনেতার বাড়ি। তৃণমূলনেতা রাজকুমার মান্না যখন বাড়িতে বোমা তৈরি করছিলেন, তখনই জোরাল বিস্ফোরণ ঘটে। ঘটনার NIA তদন্ত দাবি করছি। '



বিরোধী দলনেতার অভিযোগ, 'তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার এবং আরো দু’জন সন্ধেয় জরুরি ভিত্তিতে বোমা তৈরি করছিলেন। কাঁথিতে বোমা ছোড়াই 'ছিল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে সবচেয়ে সফল শিল্প বোমা যা তৃণমূল নেতাদের ঘরে ঘরে তৈরি হচ্ছে।'



পাল্টা বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন কুণাল ঘোষ।



এদিকে আজ কাঁথিতে অভিষেক বন্দোপাধ্যায়ের জনসভা। শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরেই এই সভা। যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে অভিষেকের সভাস্থলের দূরত্ব ৪০ কিঃমিঃ। এই বিস্ফোরনের ঘটনায় মৃত ৩ জনের মধ্যে রাজকুমার মান্না তৃণমূলের বুথ সভাপতি। লালু মান্না ও বিশ্বজিৎ গায়েন তৃণমূলকর্মী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ