Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Scam: বিপাকে সুবীরেশ, নিয়োগ দুর্নীতি মামলায় CBI হেফাজতে পাঠালো আদালত

বিপাকে সুবীরেশ, নিয়োগ দুর্নীতি মামলায় CBI হেফাজতে পাঠালো আদালত

সুবীরেশ ভট্টাচার্য



ফের বিপাকে সুবীরেশ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে সিবিআই হেফাজতে পাঠালো আদালত। আগামী পাঁচ দিন সিবিআই হেফাজতে পাঠিয়েছে আদালত। ২২ ডিসেম্বর ফের আদালতে পেশ করা হবে তাঁকে। এর আগেও নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন সুবীরেশ।




নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের পরবর্তী ধাপে যাওয়ার ক্ষেত্রে সুবীরেশকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, আছে অনেক তথ্য প্রমান আদালতে এমনটাই জানায় সিবিআইয়ের আইনজীবী। আর তারপরেই আদালত সুবীরেশকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠালো।




সুবীরেশের আইনজীবীর প্রস্তাব, তিনি জেলেই আছে, দরকার পড়লে সিবিআই তাঁকে জেলে গিয়ে জেরা করে আসতে পারে। কিন্তু সেই প্রস্তাবে সিলমোহর পড়েনি। আইনজীবীর এই আবেদন খারিজ হয়ে যায়। বিচারক তাঁকে ৫ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code