TET পরীক্ষাকে কেন্দ্র করে বাস, ট্রেন ও মেট্রো চালানোর বিশেষ ব্যবস্থা
১১ ডিসেম্বর, রবিবার প্রায় ৬.৯ লক্ষ টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Teacher’s Eligibility Test ) পরীক্ষার্থীদের জন্য বাস, ট্রেন ও মেট্রো চালানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর অনুযায়ী, টেট পরীক্ষার জন্য অতিরিক্ত ২২০টি বাস চালাবে এনবিএসটিসি (NBSTC) এবং এসবিএসটিসি (SBSTC)। এ ছাড়া প্রার্থীদের সুবিধার্থে কিছু দীর্ঘ রুটের বাস চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে।
রবিবার টেট পরীক্ষাকে কেন্দ্র করে আটটি অতিরিক্ত পরিষেবা চালু করবে মেট্রো রেল। এই অতিরিক্ত পরিষেবাগুলি রবিবারের স্বাভাবিক ১৫ মিনিটের ব্যবধান না রেখে সাত মিনিটের ব্যবধানেই চালানো হবে। বিকেলের দিকে ১০ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য রবিবার দক্ষিণ-পূর্ব রেলের সমস্ত পরিষেবা চলবে। রবিবার ও অন্যান্য জাতীয় ছুটির দিনে যে ট্রেন চলে না, সেই ট্রেনও এ দিন চলবে।
খড়্গপুর ও আদ্রা ডিভিশনের তরফে রবিবার বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। রবিবার ১৬ জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশন ১৬ জোড়া বিশেষ ট্রেন বিভিন্ন দিকে চালাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊