Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 


High Court

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১০২ জন চাকরিপ্রার্থীকে কাউন্সেলিং করে নিয়োগপত্র ২৯ ডিসেম্বরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।



এদিনের মামলার শুনানিতে বিচারপতির নির্দেশ ২১শে ডিসেম্বরের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ১০২ জনের কাউন্সেলিং করতে হবে এবং ২৯শে ডিসেম্বরের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



পাশাপাশি, এদিন এই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়োগের মামলায় বিপুল পরিমাণ টাকার লেনদেন সামনে আসায় ইডিকে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



নবম-দশমের নিয়োগ তদন্তের সূত্রে যে ৯৫২ জন চাকরিপ্রাপকের উত্তরপত্র (ওএমআর শিট) জমা নিয়েছিল সিবিআই, সেই চাকরিপ্রাপকদের উত্তরপত্র SSC-র ওয়েবসাইটে প্রকাশ করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code