রুরাল মেডিকেল প্র্যাকটিশনারদের প্রশংসা শত্রুঘ্ন সিনহার


Rural Medical Practitioner



আসানসোলের সাংসদ তথা চিত্র অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবার এক অনুষ্ঠান মঞ্চে করোনাকালে মানুষের অসহায় অবস্থার কথা তুলে ধরে চিকিৎসকদের সে সময়ে অমানবিক মুখ লক্ষ্য করা গেছিল, বেশ কিছু ক্ষেত্রেই বলেই দাবি করলেন।

তার দাবি এও, সে সময় বেশকিছু চিকিৎসক মানুষকে গিনিপিগের মতো ব্যবহার করেছে। নানা ক্ষেত্রে নানাভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে মানুষের ওপর। আর সেই সময়কালেই চিকিৎসার ক্ষেত্রে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার (Rural Medical Practitioner) এর সদস্যরা গ্রামে গঞ্জে দারুন ভাবে পরিষেবা দিয়ে মানুষজনের সেবা করে এসেছে, যা খুবি প্রশংসনীয়।

সোমবার এক অনুষ্ঠান মঞ্চে রানীগঞ্জের লাইন্স পাতসরীয়া মেমোরিয়াল হলে, রুরাল মেডিকেল প্র্যাক্টিশনের (Rural Medical Practitioner) অ্যাসোসিয়েশনের, পশ্চিম বর্ধমান জেলা কমিটির ষষ্ঠ তম বার্ষিক সাধারণ সভায় এমনই সব কথা তুলে ধরলেন সাংসদ তার বক্তব্যে।

এদিন এই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় গ্রামীণ চিকিৎসকদের (Rural Medical Practitioner) প্রশিক্ষণের ও আইনি স্বীকৃতি প্রদানের। এই প্রসঙ্গে সাংসদ তার বক্তব্যে জানান তিনি সর্বদাই তাদের সাথে আছেন। তবে বিষয়টি স্বাস্থ্য দপ্তরের, কেন্দ্র ও রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত তাই সেক্ষেত্রে আর এমপি সদস্যরা, যে রকম পদক্ষেপ গ্রহণ করবেন তার তিনি সমর্থন করবেন বলেই আশ্বস্ত করেন, এই বার্ষিক সাধারণ সভায়।

এদিনের এই কর্মসূচিতে বিশেষ ভাবে হাজির হন রাণীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদব, ডাক্তার প্রবীণ যাদব , ডাক্তার দীনেশ আগারওয়াল প্রমূখ।