রেল সেতু ভাঙতে বুলডোজার রাস্তায় বসে পড়লেন হকাররা 

Hocker



সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান:- কেন্দ্রীয় ও রাজ্য সরকারে বিরুদ্ধে আবারো ক্ষোভ প্রকাশ হকারদের,শতাধিক বছরের পুরোনো রেল ওভারব্রিজে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায়। আজ এই উচ্ছেদ করতে এসে বুলডোজার আর বুলডোজারের সামনে বসে পড়লেন হকাররা, পাশাপাশি বিক্ষোভে সামিল হকার সহ তাদের পরিবার। কয়েকশো হকার ভায়েরা বিক্ষোভ দেখিয়ে বুলডোজারকে পেছন হটলো। 




হকার ইউনিয়নের দাবি, রেল প্রতিশ্রুতি দিয়েছিল আগে ফুট ওভারব্রীজ তৈরি করে পরে পুরনো ব্রীজ ভাঙা হবে, কিন্তু হঠাৎই পোস্টার দিয়ে আজ রেল ব্রীজে হকারদের দোকানপাট উচ্ছেদ করতে বুলডোজার পাঠানো হয় । অনৈতিক অন্যায় ভাবে গরিবদের পেটে লাথ্থি মারছে রেল কর্তৃপক্ষ ও জেলা প্রসাদন। অবিলম্বে পুনর্বাসন অর্থাৎ বিকল্প ব্যবস্থা না করে এই উচ্ছেদ অভিযান মানা যাবে না প্রত্যাহার করতে হবে বলে দাবি করেন তারা।




এদিনের বিক্ষোভ হকার্স ইউনিয়ন নেতৃত্বাধীন এর উদ্যোগে হকার্সরা তাদের পরিবারদের নিয়ে বর্ধমান রেল ব্রিজের সামনে রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখান।




এখন দেখার ৫০ বছরের থাকা হকারদের পুনর্বাসন আদৌ মিলবে নাকি বুলডোজারের সাহায্যে পেটে লাথি মিলবে।