Iman Chakraborty: ‘মনের মত পাগল পেলাম না’, নয়া গান নিয়ে হাজির ইমন চক্রবর্তী

Iman Chakraborty



নয়া গান প্রকাশ্যে আসলো সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। এই শীতে আপামর বাঙালিকে সুরের এক অনন্য উপহার দিতে এবিএফ মিউজিকের পক্ষ থেকে ইমন চক্রবর্তীর কন্ঠে “মনের মত পাগল পেলাম না” মিউজিক ভিডিয়ো মুক্তি পেল।



বাংলা গানকে সারা বিশ্বের দরবারে পৌঁছে সারা বিশ্বে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য এবিএফ মিউজিকের। গানটি নিবেদন করেছেন অনুপ পান। সুর ও কথায় দেবজ্যোতি কর। গানের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সপ্তর্ষি চৌধুরী, মনিকা দে, অমিত দাস, ইপ্সিতা ভট্টাচার্য, স্নেহা রায় ও প্রতীক সরকার।



সুরের জাদু ছুঁইয়েছে ইমন। ইমনের অনবদ্য কন্ঠ অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে গানটিকে। শুনুন সেই গান: