Mamata-Shah Meeting: নবান্নের মমতা-শাহ একান্ত বৈঠক


Amit Shah, Mamata Banerjee



নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় -অমিত শাহের বৈঠক হল নবান্নের চোদ্দ তলায়‌। সকাল থেকেই জল্পন ছিল। পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর মমতা-শাহ বৈঠক হতে পারে। এদিন পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর একবার নবান্ন থেকে বেরিয়ে যায় শাহের কনভয়। মধ্যাহ্নভোজের পরেই ১৪ তলায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পৌঁছে যান অমিত শাহ। ভিভিআইপি গেট দিয়ে যখন অমিত শাহ নবান্নে ঢুকছেন তখন তাঁকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটতে হাঁটতে চলে গেলেন নবান্ন সভাঘরে। তারপর ২০ মিনিট কথা হয় দুজনের।



বাংলায় এজেন্সি অতি সক্রিয়তা নিয়ে বেগকে আলোচনা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। জানা যাচ্ছে টানা কুড়ি মিনিট বৈঠক হয় অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে কি নিয়ে আলোচনা হলো তার এখনো স্পষ্ট নয়। 


কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হল নবান্নে। সকাল ১১ থেকে শুরু হয় বৈঠক। নির্ধারিত সময় পেরিয়ে যায়, কিন্তু বৈঠক শেষ হতেই চায় না। সুদীর্ঘ কথোপকথনের পর দুপুর দেড়টা নাগাদ শেষ হয় আলোচনা। বৈঠকে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন। মুখ্যসচিব সুখদেব সিং। বিহার থেকে ছিলেন উপমুখ্যমন্ত্রি তথা স্বরাষ্ট্রমন্ত্রী তেজস্বী যাদব, অর্থমন্ত্রী বিজয় কুমার চৌধুরী, মুখ্যসচিব আমির সুভানি, স্বরাষ্ট্রসচিব চৈতন্য প্রসাদ। ওড়িশার তরফে হাজির ছিলেন স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী তুষার কুমার বেহরা এবং বনমন্ত্রী প্রদীপকুমার আমাত। সঙ্গে ছিলেন মুখ্যসচিব সুরেশচন্দ্র মহাপাত্র, পঙ্কজ কুমার সিং, DG, BSF। উপস্থিত ছিলেন ব্রিজেশ কুমার, রেল বোর্ডের সদস্য এবং ইন্টার স্টেট কাউন্সিলের সেক্রেটারি অনুরাধা প্রসাদ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।