খোলাচোখে প্রকাশিত হলো কোচবিহার জেলা বইমেলায়।

Book fair




দিনহাটা সংহতি ময়দানে আয়োজিত কোচবিহার জেলা বইমেলায় প্রকাশিত হল গবেষণাধর্মী জার্নাল 'খোলা চোখে'-র নবপর্যায়ে দ্বিতীয় সংখ্যা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দনা বর্মনের উদ্বোধনী সঙ্গীতের পরে 'খোলা চোখে' পত্রিকার সম্পাদক প্রাবন্ধিক ও কবি বিদ্যুৎ সরকারের সংক্ষিপ্ত বক্তব্যের পরে অনুষ্ঠান শুরু হয়। 


পত্রিকার আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় উদয়ন গুহ মহাশয়, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় মহাশয়, লেখক ও অধ্যাপক ভগীরথ দাশ, লেখক ও অধ্যাপক জয়দীপ সরকার, ডাঃ অজয় মন্ডল। 


এছাড়াও উপস্থিত ছিলেন 'অঙ্কুরোদগম'-এর সম্পাদক কবি অঞ্জনা দে ভৌমিক, লেখক ও অধ্যাপক নরেন্দ্রনাথ রায়, লেখক ও অধ্যাপক জয় দাশ, লেখক অখিল ঘোষ, প্রাবন্ধিক, কবি ও সম্পাদক আজিজুল হক, কবি, ছড়াকার ও সম্পাদক স্বপন দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও সম্পাদক আমিনুর রহমান।