মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

cm Mamata, Abhijit Gangopadhyay




কলকাতা হাইকোর্টে একের পর এক নিয়োগ দুর্নীতি মামলায় কড়া মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করলেন বিচারপতি। এদিন সরকারি আইনজীবীকে লক্ষ্য করে তিনি বলেন মুখ্যমন্ত্রী খুব ভালো কাজ করছেন। পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের কথা এনজয় করেও বলে জানান তিনি।



বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, 'কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন। তবে আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কারণ কথার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি তো বলেছি, ঢাকি বিসর্জন দিয়ে দেব। ওরা আমাকে বলতে বাধ্য করে।'



মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসা করে তাঁর মন্তব্য, 'চন্দ্রিমাদিকে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। আমি কেন খারাপ কথা বলব? মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন।'



প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বলেছিলেন, ‘ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’ তা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। বৃহস্পতিবার এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘কাউকে উদ্দেশ করে বা কাউকে আঘাত করার জন্য আমি ওই কথা বলিনি।’ আরো বলেন, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমে যা প্রচারিত হচ্ছে তা সবটা ঠিক নয়।