Job Update: মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক পাশে ৯৮০০০-এর বেশি শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত
৯৮ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। পোস্টম্যান, মেইল গার্ড এবং অন্যান্য পদের জন্য আবেদন করার জন্য যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন। শূন্যপদের বিবরণ পোস্টম্যান: 59099 পদ মেইলগার্ড: 1445টি পদ মাল্টি-টাস্কিং (MTS): 37539টি পদ যোগ্যতা: মাধ্যমিক পাশ ও কম্পিউটারের কাজের দক্ষতা থাকলে কিছু ক্ষেত্রে আবেদন করা যাবে। কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন। বয়সসীমা: প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিস্তারিত জানতে ও আবেদন করে ইন্ডিয়ান পোস্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নজর দিতে পারেন।
|
0 মন্তব্যসমূহ
thanks