SSC: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের


highcourt


এবার গ্রুপ ডি মামলায় বড় নির্দেশ আদালতের। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছে তা জানতে চাইলো কলকাতা হাইকোর্ট।



গ্রুপ ডি মামলায় অভিযোগ রয়েছে রে অনেকেই বেআইনি সুপারিশে চাকরি পেয়েছে। আর তাই কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছে তার জানতে চেয়েছে আদালত। রাজ্যকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট জেলার ডিআইদের খুঁজে বের করার নির্দেশ বলেও খবর।



কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দাবি করেছিল এখনও পর্যন্ত ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে৷ ওএমআর শিট নিয়েও বড় তথ্য সামনে আসে।



প্রথমে ভাবা হয়েছিল মেধাতালিকায় গোলমাল রয়েছে। কিন্তু পরে দেখা যায় দুর্নীতি আরও অনেক বড়! সব নথি এসএসসি-কে দেখানো হয়েছে। এখন তাদের ঠিক করতে হবে, তারা কী ভাবে ত্রুটি সংশোধন করবে। এখন দেখার কতজন বেআইনি নিয়োগ খুঁজে পায় রাজ্য।
বিচারপতি বিশ্বজিৎ বসু এই বিষয়ে রাজ্যের থেকে তথ্য চেয়েছেন।