Health Department Recruitment: Staff Nurse সহ একাধিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাস্থ্য দপ্তরে চাকরির সুর্বণ সুযোগ। নার্সিং পাশ প্রার্থীদের নিয়োগ দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনে ছয় হাজারের বেশি নার্সিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২৩শে ডিসেম্বরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট www.wbhrb.in এ গিয়ে আবেদন করতে পারবে।
শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা ৬০৯২।
B.Sc. Nursing: 2303
Post-Basic B.Sc.: 181
GNM-Female: 3183
GNM-Male: 425
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জি.এন.এম (GNM) এই ৩ টি যোগ্যতা থাকা বাধ্যতামূলক। এর সাথে ডিপ্লোমা এবং ট্রেনিং/সিএনই/পাবলিকেশন/অ্যাওয়ার্ড ইত্যাদি যোগ্যতা চাওয়া হয়েছে যা বাধ্যতামূলক নয়।
১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী ২০ বছর থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন: www.wbhrb.in
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊