Covid-19 Nasal Vacation: করোনার চতুর্থ ঢেউয়ের মাঝেই ন্যাসাল ভ্যাকসিনের অনুমোদন ভারতে

Nasal Vaccine


করোনা মহামারীর একটি নতুন ঢেউয়ের ভয়ের মধ্যে ভারত সরকার কোভিড -19 এর জন্য অনুনাসিক বা ন্যাসাল ভ্যাকসিন অনুমোদন করেছে। ভ্যাকসিনটি হেটেরোলগাস বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। বেসরকারি হাসপাতালে প্রথমে এই ন্যাসাল টিকা পাওয়া যাবে। নতুন ভ্যাকসিনটি আজ থেকে জাতীয় কোভিড -19 টিকাদান কর্মসূচিতেও অন্তর্ভুক্ত করা হবে, সরকারি সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে।




সম্প্রতি তিনি সহ দেশের প্রতিবেশী দেশ গুলিতে বাড়তে চলেছে করোনা সংক্রমণ। এর জেরেই ইতিমধ্যে সতর্ক হয়েছে কেন্দ্রীয় সরকার। উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। পরিস্থিতি যেন নাগালের বাইরে না চলে যায় তার জন্য সব রকম প্রচেষ্টার জন্য প্রস্তুতি চলছে। এর মাঝেই ন্যাসাল ভ্যাকসিনের অনুমোদন অনেকটা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।