COVID 19 in INDIA: দেশে ফের করোনা সতর্কতা! টেস্টিং থেকে জিনোম সিকোয়েন্সিং-র নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের 


Covid 4th wave in India

চিন, জাপান, আমেরিকার মতো দেশ গুলোতে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে আর তাই আগেভাগেই সতর্ক হল ভারত। আগাম সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণ হচ্ছে কি না বোঝার জন্য কারও মধ্যে করোনার লক্ষণ দেখা গেলেই পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।




করোনা পজিটিভ পাওয়া গেলেই তা জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনারি নতুন ভ্যারিয়েন্ট কিনা তার ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা নিয়ে বুধবার বিশেষ বৈঠক করবে স্বাস্থ্যমন্ত্রক। চিন, জাপান, দক্ষিণ করোয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতে নতুন করে করোনা (Covid) আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।



সম্প্রতি করোনা বিধি শিথিল করতেই ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে চিনে। সপ্তাহের শুরুতে মৃত্য়ু হয়েছে ৭ জনের! লকডাউন ফের জোরালো হচ্ছে চিন। সঙ্গে যাতায়াতে বিধিনিষেধও। চিন সরকার এই উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক হয়ে হাসপাতালের পরিকাঠামো বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।