প্রাথমিকে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষন? পর্ষদকে বড় নির্দেশ হাইকোর্টের 


High Court


প্রাথমিক শিক্ষক নিয়োগে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষন? প্রাথমিক শিক্ষক নিয়োগে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষনের দাবিতে মামলা হয়েছে কলকাতা উচ্চ আদালতে। কলকাতা উচ্চ আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭দিনের মধ্যে পর্ষদকে এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন।



মামলকারীদের দাবি, ২০১৯ এর সংবিধান সংশোধনী বিল অনুযায়ী যেকোনো চাকরির ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সংরক্ষনের কথা রয়েছে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে সেই নিয়ম মানা হয়নি। এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাত দিনের মধ্যে এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে পর্ষদকে জানানোর নির্দেশ দেয়।



রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষণ নেই কেন? কীভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে? তা নিয়ে সিধান্ত জানাতে হবে পর্ষদকে।