FIFA WORLD CUP 2022 QUATAR FINAL MATCH BRAZIL VS CROATIA
২০০২ সালের পর থেকে এই নিয়ে পাঁচবার বিশ্বকাপের নক আউট পর্বে ইউরোপের একাধিক দলের কাছে হারল ব্রাজিল। ২০২২-এর ফুটবল বিশ্বকাপে কাতারে ক্রোয়োশিয়ার কাছে হেরে কাঁদতে কাঁদতেই বিদায় নিতে হল নেইমার বাহিনীকে। এদিন গোলও করলেন নেইমার কিন্তু শেষমেশ কালো মেঘের ঘনঘটা।
এদিন খেলার নির্ধারিত ৯০ মিনিটে দুইপক্ষের কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে ব্রাজিলের পক্ষ থেকে প্রথম গোল করেন নেইমার। পরে সেই গোল শোধ করে ক্রোয়োশিয়া। অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। সবশেষে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। আর পেনাল্টিতেই বিপত্তি হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে।
টাইব্রেকারে ৪ গোল করে ক্রোয়োশিয়া কিন্তু ব্রাজিল আটকে যায় ২-এ। ফলে সেমি ফাইনালে উঠে গেল ক্রোয়োশিয়া। এদিন ক্রোয়োশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচের সৌজন্যেই সেমি ফাইনালে ক্রোয়োশিয়া। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত মোট ন'টি সেভ করেছিলেন ডমিনিক লিভাকোভিচ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊